যশোর ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত, আহত-৬
মীর ফারুক, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কে আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে এক মমার্ন্তিক সড়ক দূর্ঘটনায় ভারতীয় এক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। বেনাপোল থেকে যশোর গামী বাসের সাথে যশোর থেকে আসা প্রাইভেটকারে ভারতের নাগরিক পরিবার সহ বেনাপোলে যাওয়ার পথে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামন আসলে যশোর গাড়ী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে স্বপন ঘোষ নামে একজন ভারতীয় নিহত হয়। নিহত স্বপন ঘোষের বাড়ী ভারতের পশ্চিম বঙ্গে উত্তর ২৪ পরগনার, বনগাঁও থানায় মতিগঞ্জ গ্রামের নিতাই ঘোষের ছেলের। উক্ত দূঘর্টনায় স্বপনের স্ত্রী অঞ্জনা ঘোষ (৪৫), শ্যালিকা কাজল ঘোষ (৩১), প্রাইভেট চালক আমজাদ হোসেন (৩৫) সহ ০৬ জন আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে আসে এবং আহতদের নিকটবর্তী শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের মধ্যে ভারতের নাগরিকদের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে নাভারণ পুলিশ ফাড়ির আইসি আফজাল হোসেন বলেন, দূর্ঘটনাটি সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে পৌছায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং দূর্ঘটনায় জড়িত বাসটি আটক করতে সক্ষম হয়। নিহত স্বপনের লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।