রাজধানীতে বসছে ১৬টি অস্থায়ী পশুর হাট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার বসছে ১৬টি অস্থায়ী পশুর হাট। সরকার নির্ধারিত দরের চেয়ে কম দর পড়ায় ৬টি হাটের ইজারা হয়নি। এরমধ্যে ঢাকা উত্তরে রয়েছে ২টি ও দক্ষিণে রয়েছে ৪টি হাট।
আর বাদ পড়া এসব হাটের ইজারা কোটি টাকার অধিক নির্ধারণ করায় ইজারা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্টরা।
প্রতিটি হাট বরাদ্দ পেয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে হাট ইজারায় কোনো ধরনের ছাড় দেয়া হয়নি বলে জানিয়েছেন দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
পবিত্র ঈদু্ল আজহা উপলক্ষে রাজধানী অস্থায়ী কুরবানির পশুর হাটগুলোর ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। ২২টি অস্থায়ী হাটের জন্য দরপত্র আহবান করলেও শেষ পর্যন্ত ১৬টি হাটের ইজারা দিতে পেরেছেন।
ঢাকার দুই সিটি করপোরশেনর ১৬টি হাটের আলাদা আলাদা তালিকা।
এসব হাট থেকে মোট ইজারা পাওয়া যাবে ১৬ কোটি টাকারও বেশি। তবে প্রতিটি হাট বরাদ্দ পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ বিষয়ে সিটি করপোরেশেনের দাবি, নিয়ম মেনেই তারা হাট বরাদ্দ দিয়েছেন।
বারবার দরপত্র আহবানের পরও ইজারা দেয়া সম্ভব হয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলক্ষেত, বনরূপা হাউজিং ও আশিয়ান সিটির খোলা জায়গার হাট। দক্ষিণ সিটি করপোরেশনের ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, ধুপখোলা সাদেক হোসেন খোকা মাঠ, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খোলা জায়গা ও আরমানিটোলা মাঠ এলাকা।
দরপত্রের চেয়ে অনেক কম দাম ওঠায় ৬টি হাটের বরাদ্দ দেয়া সম্ভব হয়নি বলে দাবি হাট কর্তৃপক্ষের।