ছাতকে আত্মহত্যার রশি ছিড়ে বেঁচে গেল এক সন্তানের জননী
ছাতক প্রতিনিধি,
ছাতকে আত্মহত্যার রশি ছিড়ে বেঁচে গেল এক সন্তানের জননী ‘ইসকন’ চম্পা দাস (২৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪আগষ্ট) সকাল ১১টায় শহরের বাগবাড়ি মহল্লার সাবেক সংরক্ষিত মহিলা পৌর কাউন্সিলর সুতপা দাসের বাসায় এঘটনা ঘটে। জানা যায়, গত প্রায় ২মাস আগে সিএনজি চালক কবিন্দ্র দাস তার স্ত্রী চম্পা দাসসহ এক কন্যা সন্তান নিয়ে বাগবাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। একপর্যায়ে তাদের পারিবারিক কলহের জের ধরে ঘটনার সময় স্বামি কবিন্দ্র দাস বাসায় না থাকার সূযোগে স্বামির সাথে অভিমান করে চম্পা দাস বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনার সময় সে ওড়না ছিঁড়ে বেডের উপর পড়লে বিকট শব্দে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে চম্পা, তার স্বামি ও চম্পার পিতা নারায়নকে থানায় নিয়ে যায়। এসময় ফাঁসের আলামত রশি উদ্ধার করা হয়। চম্পা দাসের বিরুদ্ধে ‘ইসকন’ এর সাইন বোর্ড গায়ে ঝুলিয়ে এলাকায় ব্যাপক অনৈতিকতা চালিয়ে যাচ্ছে। ইসকনের নামে বিয়ের আগেও তার অনৈতিকতার বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা তীব্র প্রতিবাদে ছিলেন সোচ্চার। অবশেষে তার ফাঁসের ঘটনাটি জনপ্রতিনিধিদের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।