ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে বিভিন্ন সূত্র বলছে।
চালের ভর্তুকি সংক্রান্ত কর্মসূচিতে অনিয়মের অভিযোগে অভিযুক্ত ইংলাকের বিরুদ্ধে আদালতে আজ রায় ঘোষণার কথা ছিল। তবে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সঙ্গে রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে, আদালতে তার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কানের সমস্যায় ভুগছেন। যদিও অসুস্থতার কথা আমলে নেয়নি আদালত। মামলায় দোষী প্রমাণিত ১০ বছরের কারাদণ্ড হতে পারে ইংলাক। সেইসঙ্গে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি।