বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন আ’লীগের জাতীয় শোক দিবস পালিত
বাকেরগঞ্জ প্রতিনিধি॥
বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ-দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ২৬ আগষ্ট (শনিবার) সকাল ১০টায় কাকরধা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মীর মো. মহসিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লা পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খোকন সিকদার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির সন্যামত, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার চাপ্রাশী, সাগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হিরনসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা বলেন, খুনি, ঘাতক, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বাংলার মাটিতে স্থান হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের লক্ষে উন্নয়ন ও সমৃদ্ধের প্রতিক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, ইতিমধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে জাতীয় শোক সভা শেষ হয়েছে। শোকের মাসে কোন ভেদাভেদ না রেখে সবাই একযোগে শোক দিবস পালন এবং আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।