সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
মনে হলো অনেক দিনের ক্ষোভ প্যাট কামিন্স। অস্ট্রেলীয় পেসারের গতিতে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটিং।
স্কোরবোর্ডে ১০ রান উঠতেই ৩ উইকেটের পতন ঘটে গেল। সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমানের বিপর্যয় । সেই ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়েই ইনিংস গড়ার চেষ্টা করছেন দেশের হয়ে নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামা দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
টস জিতে ব্যাট করতে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপে পড়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।
তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যাটে চাপ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা।
চতুর্থ উইকেটে এ জুটির ৮৬ রানের পার্টনারশিপে ভর করে দিনের প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান।
রোববার সকাল ১০টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
তবে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ১০ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।
বাংলাদেশের এই চাপে পড়া শুরু সৌম্য সরকারকে দিয়ে। উদ্বোধনী এই ব্যাটসম্যান দলীয় ১০ রানে কামিন্সের বলে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। বিদায় নেয়ার আগে দুটি চারের সাহায্যে ৮ রানের ইনিংস খেলেন সৌম্য।
সৌম্যের বিদায়ের পর ব্যাট করতে নামেন ইমরুল কায়েস। সুবিধা করতে পারেননি তিনিও। কোনো রান না করেই কামিন্সের বলে উইেকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল। দলের রান তখনও ১০।
কামিন্সের করা পরের বলেই বাংলাদেশের তৃতীয় উইেকেটের পতন হয়। অজি পেসারের শিকার এবার সাব্বির রহমান। ইমরুলের পর ব্যাট করতে নামা এই টপ অর্ডার ব্যাটসম্যানও ইমরুলের মতো রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
সাব্বিরের বিদায়ের পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। শুরুতে একটু নড়বড়ে মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে থিতু হন বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিমকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেন তিনি। এই জুটির ব্যাটে প্রথম ইনিংসে ভালো একটি সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এই ক্যাটাগরীর আরও খবর
- রোনালদোর নিষেধাজ্ঞা বহাল
- নেইমারের কাছে ক্ষতিপূরণ দাবি করল বার্সা
- বিসিবি-অস্ট্রেলিয়া একাদশের প্রস্তুতি ম্যাচ বাতিল
- এভারটনের সঙ্গে ড্র ম্যানচেস্টার সিটি
- ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন স্যামুয়েলস-ক্রিস
- ইউএস ওপেন টেনিসে অংশ নেবেন না আজারেঙ্কা
- প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
- ইংল্যান্ডের কাছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের হার ইনিংস
- বিসিবির ছাড়পত্র পেলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ রওনা হবেন মাহমুদুল্লাহ
- নিশ্ছিদ্র নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা
- স্মৃতিতে শ্রদ্ধায় নায়করাজ রাজ্জাকে স্মরণ
- মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিৎ
- মহাসড়কে বেহাল দশা, বাড়ি পৌঁছানো নিয়ে শঙ্কা বাস মালিকদের
- ভারতে ধর্মগুরু রাম রহিম সিং দোষী সাব্যস্ত, হরিয়ানায় তাণ্ডব
- টেক্সাসের উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হার্ভে
- আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
- ইন্টারন্যশনাল আর্চারি টুর্নামেন্টে সোনা জিতেন রোমান সানা
- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক মাহমুদুল্লাহর
- বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের টিকেট বিক্রি শুরু
- মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট