প্রয়াত রাষ্ট্রপতির ভৈরবকে জেলা করার স্বপ্ন প্রক্রিয়াধীন: ওবায়দুল
ভৈরবকে জেলা করার যে স্বপ্ন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেখেছিলেন সেটি প্রক্রিয়াধীন আর তা সময়মতো তা বাস্তবায়িত হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিল্লুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে একজন অমায়িক ও বিশুদ্ধ মনের মানুষ ছিলেন তিনি (জিল্লুর রহমান)।
এছাড়াও পরিবারের পক্ষ থেকে জিল্লুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফাতেহা পাঠ ও মোনাজাত পড়া হয়।
এ সময় কিশোরগঞ্জ-৬ এর সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভৈরব জেলা বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।
পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জিল্লুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গত, বাহান্নোর ভাষা সংগ্রামী, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠন, আওয়ামী লীগের ৪ বারের সাধারণ সম্পাদক এবং দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১৩ সালে ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।
বরেণ্য এ রাজনীতিবিদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। একে একে শ্রদ্ধা জানায় দলের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন।