বাংলাদেশ আক্রান্ত হলে তার সমুচিত জবাব দেয়া হবে: বিজিবি মহাপরিচালক
বাংলাদেশকে কেউ আক্রমণ করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মহাপরিচালক জেনারেল আবুল হোসেন। রোববার বিকেলে কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘মিয়ানমারে যে সমস্যা হচ্ছে তার প্রেক্ষিতে সীমান্ত সিল করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন কোন সন্ত্রাসীর জায়গা আমাদের দেশে হবে না। কেউ আমাদের সীমানা আক্রমণ করলে আমরা সমুচিত জবাব দেব। আপনারা জানেন আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আনাম কমিশনের যে রিপোর্ট এসেছে, আমরা আশা করবো সেই রিপোর্ট অনুসারে মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে বিজিবি মহাপরিচালক কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার কলাবাগান ও জলপাইতলীসহ জিরো পয়েন্টের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।