শার্শায় মারপিট করে ৯৫ হাজার ডলার ছিনতাই,আহত যুবক নিখো্ঁজ শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় কাঁঠালতলা নামক স্থানে সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে অপহরণের পর মারপিট করে ৯৫ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। আহত অবস্থায় বাড়ির মালিক ওই যুবককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ প্রশাসন জানলেও এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি এবং এই ঘটনার প্রেক্ষিতে থানায় কোন মামলা হয়নি। সোহেল মিয়া গোপালগঞ্জ জেলার মকসেদপুর এলাকার ননীখীর গ্রামের মহিউদ্দিনের পুত্র।
এলাকাবাসী জানায়, শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের সালামের বাড়িতে সোহেল মিয়া দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। অভিযোগ আছে সোহেল শীর্ষ পর্যায়ের একজন মাদক ও স্বর্ণ চোরাকারবারী। শনিবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির মালিক সালামের কাছ থেকে ৯৫ হাজার ডলার ও ঢাকায় যাওয়ার একটি টিকিট নিয়ে বাড়ি থেকে বের হন। কাজিরবেড় কাঁঠালতলা এলাকায় পৌছালে লুঙ্গি পরিহিত দুই যুবক সোহেলকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তাকে বেধড়ক মারপিট করে কাছে থাকা ৯৫ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেয়। পরে তাকে নাভারণ-বাসাবাড়ি সড়কের নিশ্চিন্তপুর মাদ্রাসার সামনে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে বাড়ির মালিক তাকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির দেড় ঘন্টা পর সোহেল হাসপাতাল থেকে রিলিজ নেয়। রিলিজের পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকার অনেকেই ধারণা করছেন যে, আসলেই কি সোহেল বেঁচে আছেন না তাকে হত্যা করে গুম করা হয়েছে ? বিষয়টি পুলিশ প্রশাসন জানলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে গুঞ্জন উঠেছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটির দফারফা করেছেন।
উল্লেখ যে, নাভারণ-বাসাবাড়ি সড়কটি ছিনতাইকারীদের দখলে থাকায় অহরহ ছিনতাই রাহাজানির ঘটনা ঘটে থাকে। ওই সড়কে চলাচলকারী ১০ গ্রামের হাজার হাজার মানুষ জিম্মি হয়ে পড়েছে ছিনতাইকারীদের হাতে। তাই এ সড়কে প্রতিনিয়ত বড় ও ছোট ধরণের ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনাটি আমার জানা নেই। এ পর্যন্ত থানায় এসে কেউ কোন অভিযোগও করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।