বানভাসী মানুষের পাশে দাড়ালো ফটিকছড়ি'র মফিজ সাইফুল ইসলাম
বাংলাদেশে সৃষ্ট বন্যায় কবলিত হয়েছে উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চল। ডুবে গিয়েছে এই অঞ্চলের বসবাসকারী মানুষের বসতঘর সহ তাদের রোপন কৃত বিভিন্ন ফসলি জমি। বন্যার পানিতে ডুবে মারা যায় প্রায় অর্ধশত মানুষসহ তাদের পালিত গবাদি পশু। ভিটা বাড়ি হারিয়ে নিস্ব হয়েছে বন্যা কবলিত এই এলাকার মানুষ গুলো। ছুটে চলেছে মাথা রাখার জায়গার খোঁজে। বন্যায় বাড়ি ভিটা হারা মানুষ গুলো প্রতিনিয়ত তাকিয়ে আছে একটমোঠ ত্রান পাওয়ার আশায়। এবার উত্তর বঙ্গে বানভাসী মানুষের জন্য আর্থিক অনুদান,ত্রান দিয়েছে চট্টগ্রামের সর্ব বৃহৎ উপজেলা ফটিকছড়ি থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংঘটন। তেমনি করে বন্যায় কবলিত গাইবান্ধা গৌবিন্দ এলাকাই বন্যার্থ ১২০ ঘরের পরিবারের পাশে দাড়িছে ফটিকছড়ির মফিজসহ তার চার বন্ধু। গাইবান্ধার গৌবিন্ধ এলাকার বানবাসি মানুষরা তাদের পাশে পেয়ে খুঁশি আত্মহারা হয়েছে। উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ইরান ,গিয়াস, সাহেদ ,জামাল , শুভ এর পরামর্শক্রমে এবং কেন্দ্রীয় ছাত্রীলীগের সদস্য সাবরিনা চৌধুরী ,প্রবাসী সাইফুদ্দীন, ছাত্রনেতা আরফাত,হাছান,তানভীরের আর্থিক সহয়তায় গাইবান্ধার গৌবিন্ধ এলাকাই বন্যাকবলিত ১২০ পরিবারে মাঝে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা করেন নাজিরহাট পৌরসভার ছাত্রলীগ নেতা মফিজ তালুকদারসহ তার চার বন্ধু। মফিজ বলেন এরকম মানবতার সেবাই যার যার অবস্থান থেকে চেষ্ঠা করিলে বন্যায় কবলিত মানুষের কষ্ঠ খানিকটা লাঘোব হয়।