গাংনীতে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত
মেহেরপুর প্রতিনিধি : ছাগল হারানোকে কেন্দ্র করে গাংনী উপজেলার করমদী গ্রামে সৃষ্ঠ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৮ জন আহত হয়েছে।
আহতরা হলেন, করমদী কারীগর পাড়া এলাকার ছাগল মালিক সেন্টু হোসেন (৫০), তার ছেলে শাহিনুজ্জামান (২৫), আবুল কালামের ছেলে আবুল বাশার ও অপর পক্ষের মৃতু জহুর আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০), মোফাজ্জল হোসেন (৫৫), বাবুল হোসেনের স্ত্রী রেজমিনা খাতুন (২৮)।
আহতদের মধ্যে মোফাজ্জল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাকীরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (২৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত রেজমিনা খাতুন জানান, এক সপ্তাহ আগে সেন্টু আলীর একটি ছাগল হারিয়ে যায়। আজ বিকালে সেন্টু হোসেন ও তার লোকজন ছাগল চুরির অভিযোগ এনে দেশীয় তৈরী অস্ত্রে সজ্জিত হয়ে আমিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আহত হন আমিরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন।