যশোর সড়ক দূর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের লাশ স্বজনের কাছে হস্তান্তর।
মীর ফারুক শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোর ঝিকরগাছা সড়ক দূর্ঘটনায় নিহত ভারতের উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানার মতিগঞ্জ গ্রামের নিতাই ঘোষের ছেলে ভারতীয় নাগরিক স্বপন ঘোষের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার কাজল মল্লিক স্বপন ঘোষের ময়না তদন্ত সম্পন্ন করে রবিবার বিকাল ২.০০ টার সময় লাশ নিহত স্বপন ঘোষের ভাই মনা ঘোষ ভগ্নিপতি রামু ঘোষের হাতে লাশ তুলে দেন। গত ২৫/০৮/২০১৭ ইং তারিখ বিড়ি ফ্যাক্টরীর সামনে শরিয়তপুর শশুর বাড়ি থেকে প্রাইভেট কারে করে ভারতে ফেরার উদ্যেশ্যে বেনাপোল আসার পথে আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে স্বপন ঘোষ নিহত হন। দূর্ঘটনায় তার স্ত্রী কাজল ঘোষ ও শ্যালিকা অঞ্জনা ঘোষ গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঐ দিনই ভারতের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার অঞ্জনা ঘোষ মৃত্যুবরণ করেন বলে জানা যায়। স্বপনের লাশ সৎকারের জন্য তার ভাই মনা ঘোষ রবিবার লাশ নিয়ে ভারতে চলে গেছে বলে জানা যায়।