মিরপুর টেস্ট: ৮৮ রানের লিডে বাংলাদেশ
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। এর আগে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করে টাইগাররা। ৬৮ রানে ৫ উইকেট নেন সাকিব আল হাসান।
৩ উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই অধিনায়ক স্টিভেন স্মিথকে বিদায় করে দেন মেহেদি হাসান মিরাজ।
এরপর পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে অজিদের শতরানের কোটা পার করান ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।
হ্যান্ডসকম্বকে ব্যক্তিগত ৩৩ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।
ম্যাট রেনশকেও লাঞ্চের আগেই সাজঘরের পথ দেখান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দ্বিতীয় সেশনে দ্রুত ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ ওয়েড। তবে, ৯ম উইকেটে প্রতিরোধ গড়েন অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্স। এ দুজনে মিলে যোগ করেন ৪৯ রান।
চা বিরতির পর কামিন্স ও হ্যাজেলউডকে বিদায় করে দিয়ে পাঁচ উইকেট শিকার করেন সাকিব। এর মধ্য দিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে পাঁচ উইকেট শিকার বোলারের খাতায় নাম লেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২১৭ রানে অলআউট হয় সফরকারীরা। মিরাজের শিকার ৩ উইকেট।
৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দেখেশুনেই খেলছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল।
কিন্তু হঠাৎই খেই হারিয়ে ফেলেন সৌম্য। লং অনে তুলে মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন এই মারকুটে ব্যাটসম্যান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফ্লপ সৌম্য সরকার।
১ উইকেটে ৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তামিম ইকবাল ৩০ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম অপরাজিত আছেন শূণ্য রানে।