জয়পুরহাট জেলার চেঁচড়া সীমান্তে হুন্ডির সাড়ে ৩৮ লক্ষ টাকা সহ আটক-১ জন।
মো: নাহিদ আখতার:জয়পুরহাট:- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কঁয়া সীমান্তের চেঁচড়া নামক স্থান থেকে সাড়ে ৩৮ লক্ষ টাকা সহ একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়ানের সদস্য। আটক ব্যক্তির নাম মানিক মিয়া(২৫)। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মৃত্য আপেল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। আজ ২৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বর্ডার গার্ড,জয়পুরহাট-২০ ব্যাটালিয়ান-অধিনায়ক লে:কর্নেল-রাশেদ মোহাম্মদ আনিছুর হক জানান-গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়া(২৫)কে সাড়ে ৩৮ লক্ষ হুন্ডির টাকা সহ আটক করা হয়। তিনি আরো জানান-আজ ২৮ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় বিজিবি-জয়পুরহাট-২০ ব্যাটালিয়ানের সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কঁয়া সীমান্তের চেঁচড়া নামক সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় আটককৃত ব্যাক্তি মানিক মিয়া(২৫) একটি শার্টে পেচিয়ে হুন্ডির সাড়ে ৩৮ লক্ষ টাকা নিয়ে চেঁচড়া সীমান্তের ভারতীয় এলাকা অতিক্রম করে বাংলাদেশ এলাকায় প্রবেশের সময় তাকে টাকা সহ আটক করে বিজিবি-জয়পুরহাট-২০ ব্যাটালিয়ান সদস্য। আটককৃত হুন্ডি ব্যবসায়ী মানিক মিয়া(২৫)কে টাকা সহ পাঁচবিবি থানায় হস্ত্যান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও জানান- বিজিবির এই কর্মকর্তা।