বাড়ি মালিকের আপত্তি থাকার শর্তে জোর করে লাইন দেয়ার পায়তারা
আল-আমীন,মেহেরপুর:মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউপির বাহাগুন্দা গ্রামের ফজলুর রহমান,পিতা মৃত ইব্রাহীম খন্দকার ও জাকিরুল ইসলাম পিতা: মৃত নজরুল ইসলাম,এর বাড়ী উপর দিয়ে জোর পৃর্বক বিদ্যুৎ লাইন সংযোগ দিবার জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি গাংনী জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারী যোগসাজে এবং গাংনী থানার এস আই মনিরের উপস্থিতে বাড়ী মালিক প্রবাসী স্ত্রী নুরবানু জানান আমাকে নির্যাতন করে জোর করে ঘরে ভিতরে আটকিয়ে রেখে আমার গেট ভেঙ্গে দেয় বাশ সহ গাছ পালা কর্তন করে আব্দুল রাজ্জাক,হান্নান,পিতা: আব্দুল কাদের(নাপিত) আসাদুল ,পিতা: মৃত নয়মদ্দীন শেখ,খলিল,এদের বাড়ীতে পোল থেকে লাইনের ড্রপ তার টানে ।সরজমিনে গিয়ে গ্রামবাসীর জহুরুল ইসলাম,জান্টু,খেজমত,বিল্লাল,সিরাজুল ইসলাম,কামিনী আকতার,রুবেনা খাতুন,শরিফা খাতুন, ফিরাতুল,ঘটনার সত্যতার স্বীকার করেন,
জোনাল অফিসের ডিজিএম জানান এই লাইন নিয়ে অনেক আগে থেকে অভিযোগ আছে ও পল্লী বিদ্যুৎ সমিতি আইন অনুযায়ী বসবাসরত বাড়ীর উপর দিয়ে সংযোগ দেওয়ার কোন নিয়ম নাই।
এস আই মনির এর সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি রিসিভ করেনি।
ওসি গাংনী থানা জানান বাড়ী মালিক প্রবাসী স্ত্রী নুরবানুকে নির্যাতনের ঘটনাটি আমার জানা নাই।