চন্দ্রগঞ্জ থানা এলাকায় র্যাবের অভিযান ১৪০০ ফেনসিডিলসহ আটক ০২
এম.রফিকুল ইসলাম(চট্টগ্রাম): র্যাব-৭, ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় মাদকদ্রব্য (ফেনসিডিল) ক্রয়-বিক্রয়ের জন্য একটি গাড়ি (কাভার্ড ভ্যান) অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গাড়িটি আটক করার জন্য ধাওয়া করে। একপর্যায় গাড়িটি পালিয়ে যাওয়ার চেস্টাকালে লক্ষীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার শ্রমিক হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চৌমুহনী-লক্ষীপুরগামী পাকা রাস্তায় উপর একটি কাভার্ড ভ্যান যার নং-ঝালকাঠি-ট-১১-০৩৬৯ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী দ্বয় দৌড়ে পালানোর সময় র্যাবের সদস্যদের সহায়তায় আসামি ১। মোঃ নুরুন্নবী (৫৮), ২। মোঃ মনির হোসেন (২৮) আটক করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে আটককৃত কাভার্ড ভ্যান এর বডির ভিতর হইতে ০৭ টি চটের বস্তার মধ্যে হতে ১৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাড়ি চালানোর মাধ্যমে ফেনসিডিল বহনের মাধ্যমে পাচার করে আসছে বলে স্বীকার করে। ফেন্সিডিল যার আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ টাকা এবং কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য পঁচিশ লক্ষ টাকা।
এ সংবাদের বিষয়ে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম সত্যতা নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং আমাদের এ ধরনের অভিযান চলতে থাকবে।