বানভাসিদের আর্থিক সহায়তায় স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়, সিংগারদিঘী উচ্চবিদ্যালয় ও চকপাড়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তায় আর্থিক সাহায্য তুলে দিল জাতীয় যুব সংসদ বাংলাদেশ’র বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকারী কমিটির হাতে।
গত রোব ও সমবার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্তদের আর্থিক অনুদানের মাধ্যমে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলো। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি, অভিভাবক সদস্য ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতির মাধ্যমে তারা এই সাহায্য তুলে দেয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংসদের উচ্চ পর্যায়ের একটি দল ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধসহ অনেকেই।
ত্রাণের বিষয়ে হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, কোমলমতি ছেলেমেয়েদের এই ধরণের মহৎ কাজের প্রশংসা না করে পারছি না। তারা প্রমাণ করলো মানুষ মানুষের জন্য।
হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সুমি আক্তার জানায়, বানভাসিদের জন্য আমরা অল্পপরিসরে হলেও আর্থিক সহায়তা করতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক আনন্দের বিষয়।
সিংগার দিঘী উচ্চাবদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আফসানা আক্তার মিম জানায়, টিভিতে দেখেছি দিনাজপুরের বানভাসি মানুষের কি কষ্ট। আল্লাহ যেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষগুলোর হেফাজত করেন। সে সবাইকে বানভাসিদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানায়।
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে জাতীয় যুব সংসদ বাংলাদেশ’র কেবিনেট সদস্য,বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকারী দলের যুগ্ন আহ্বায়ক, সামাজিক উন্নয়ণমূলক কাজের জন্য একাধিক পুরুস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব সাহিদা আক্তার স্বর্ণা বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ,চলমান বন্যায় দেশের প্রায় ২৫টি জেলার মানুষ পানিতে ভাসছে। সরকারের একার পক্ষে তা সমাধান করা সম্ভব না। সমাজের প্রতিটি মানুষকে এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
জাতীয় যুব সংসদ বাংলাদেশ’র কেবিনেট সদস্য, তরুণ কলামিস্ট ও রসায়নবিদ সাঈদ চৌধুরী বলেন, যদিও বন্যার পানি কমছে তবুও বন্যায় বানভাসিদের যে ক্ষতি হয়েছে তা খুব সহজেই তারা পূরণ করতে পারবে না। তিনি বানভাসিদের সাহায্যার্থে এগিয়ে আসা প্রতিষ্ঠিানের ছোট ছোট শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, জাতীয় যুব সংসদের একটি উচ্চ পর্যায়ের দল ইতিমধ্যে দিনাজপুরের বন্যায় কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে এবং আগামী বৃহস্পতিবার জাতীয় যুব সংসদের ব্যানারে গাজীপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে বন্যায় কবলিত মানুষদের সাহায্য পৌছিয়ে দিতে যাবে। জাতীয় যুব সংসদ একটি সামাজিক উন্নয়ণমূলক সংগঠন যা প্রতিনিয়তই সমাজের দুর্দশাগ্রস্থ মানুষের জন্য কাজ করে।