বাকেরগঞ্জ নিরহ পরিবারকে ফাঁসাতে মিথ্যে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
উত্তম কুমার, বাকেরগঞ্জ:
বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের নিরহ পরিবারকে ফাঁসাতে মিথ্যে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার ভূক্তভুগি পরিবার। গতকাল তবিরকাঠী রঙ্গশ্রী-বোয়ালিয়া মহাসড়কের উপরে আইয়ুব আলী হাওলাদারের পুত্র আলমগীর হাওলাদার, তৈয়ব আলী হাওলাদারের পুত্র খোকন হাওলাদার, মৃতঃ সত্তার হাওলাদারের পুত্র সবুজ হাওলাদার, মৃতঃ আতাহার হাওলাদারের পুত্র আইয়ুব আলী হাওলাদারের নের্তৃত্ব সকাল ১১ টায় এলাকার শত শত মহিলা-পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের কবির হাওলাদারের স্ত্রী পরী বিবির অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার জনসাধারণ। তবিরকাঠী মৌজ -১৪৯ খতিয়ান নং-৩২৬,দাগ নং-৩৮৬ মোট ৩৩ শতাংশ জমির মুল মালিক তৈয়ব আলী হাওলাদার ও আইয়ুব আলী হাওলাদারের সাথে একই এলাকার কবির হাওলাদারের স্ত্রী পরী বিবির সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে পরী বিবি এলাকার ক্ষমতার দাপট দেখিয়ে বাড়ি-ঘর ভাঙ্গচুর, মারামারি, ছিনতাইসহ বিভিন্নভাবে এলাকার অনেক লোকজনকে মিথ্যে মামলায় দিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, মৃতঃ মন্নাফ হাওলাদারের পুত্র জলিল হাওলাদার, খলিল হাওলাদার, কবির হাওলাদার পরী বিবিকে দিয়ে মাদক ব্যবসা ও অসামাজিক ব্যবসা করাচ্ছে। গত তিন বছর আগে পরী বিবি মৃতঃ হাতেম আলী হাওলাদারের পুত্র নজরুল ইসলামকে মিথ্যে ধর্ষণ মামলায় দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকার বিভিন্ন গন্য মান্য ব্যক্তিবর্গ বার বার সালিশ মীমাংসায় বসলেও পরী বিবি সালিশ বিচার অমান্য করে বরিশাল আদালতে মিথ্যে মামলা দিয়ে এলাকার কতিপয় নিরহ লোকজনকে হয়রানী করছে। পরী বিবির এমন আচরন নিয়ে এলাকার জনমনে প্রশ্নের দেখা দিয়েছে। পরী বিবির হাত থেকে ভুক্তভূগি পরিবার রক্ষা পাওয়ার জন্য প্রসাশনের উধ্বর্তন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছে।