পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
সৌদিআরবে আজুমার নামাজ আদায়ের পর হজযাত্রীরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে নিয়ত করে মিনার উদ্দেশে রওয়ানা হন।
আজ -বুধবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কার পবিত্র মসজিদুল হারামে শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করা হবে।
মক্কায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা বাস, ট্রেন এমনকি পায়ে হেটে মিনার পথে রওয়ানা হয়েছেন।
পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহরখ্যাত মিনার দূরত্ব ৯ কিলোমিটার। হজের অংশ হিসেবে তারা পাঁচ দিন মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন।
এ বছর হজে অংশ নিচ্ছেন ২০ লাখের বেশি মুসল্লি।
এদিকে, হজ উপলক্ষে এ বছর মক্কা ও মদিনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
২০১৫ সালে মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে প্রায় ২ হাজার ৩০০ লোক মারা যান। এরপরই হজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব দেয় সৌদি কর্তৃপক্ষ।