ঈদের দিন রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই
ঈদের দিন শনিবার রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই— শুষ্ক থাকবে আবহাওয়া তবে সকালে হালকা ও বিকাল থেকে রাতের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশালে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এসময়ে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
কয়েক দিনের প্রচণ্ড গরমের পর ঈদের দু'দিন আগে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টিতে ভেসে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা। আশঙ্কা দেখা দেয়, ঈদের দিনেও কি বৃষ্টি হবে। তবে সে আশঙ্কা নাকচ করে দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঈদের দিন সকালের দিকে ভারি বৃষ্টির আশঙ্কা নেই, হলেও হতে পারে হালকা বৃষ্টি।
রাজধানী ছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে ঈদের দিন সকালে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
ধীরে ধীরে দুর্বল হচ্ছে মৌসুমী বায়ু। অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ এটি পুরোপুরি সরে যাবে। সেক্ষেত্রে এ সময়টাতে অতিভারি বর্ষণ হবে না বলে পূর্বাভাস আহবহাওয়া অফিসের।