টেক্সাসে ঝড় হার্ভের আঘাতে ৪৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালী ঝড় হার্ভের আঘাতে এ পর্যন্ত ৪৪ জনের প্রাণহানি হয়েছে—নিখোঁজ রয়েছে আরো কমপক্ষে ১৯ জন।
হার্ভের আঘাতে টেক্সাসে ব্যাপকভাবে বন্যা শুরু হয়। এতে ঘর-হারা হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
গণমাধ্যমগুলো জানায় টেক্সাসের উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয় আগেই।
অন্যদিকে নতুন করে বন্যার আশঙ্কায় প্রায় ১০ লাখ মানুষ নিজেরাই নিরাপদ স্থানে সরে গেছে।এদিকে, পানি ঢুকে টেক্সাসের হিউস্টন এলাকায় একটি রাসায়নিক কারখানায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। গত শুক্রবার টেক্সাস উপকূলে শক্তিশালী হারিকেন হার্ভে আঘাত হানে।