দেশ এগিয়ে যাচ্ছে—এগিয়ে যাবে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি জানান, যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তার সুফল পাচ্ছে দেশের মানুষ। যুব সমাজ যেন জঙ্গিবাদ, সন্ত্রাস আর মাদক থেকে দূরে থাকে সেজন্য বিভীন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সমাজের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময় করেন পুলিশের মহাপরিদর্শক ও র্যা বের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।
অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করছে সরকার।
পরে বিচাপরতি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে।