আগামীকাল লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের ১০ বছর পুর্তিতে বর্নাঢ্য আয়োজন।
এম.ইউ মাহিম জেলা প্রতিনিধি ভোলা।
"একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাব বন্ধুর হলেও সে পথে পা বাড়াব" এই স্লোগান কে হৃদয়ে ধারন করে ২০০৭ ইং সালে প্রতিস্ঠিত দক্ষিন বাংলার জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোলার লালমোহন উপজেলার ছাত্র/ছাত্রীদের প্রানের সংগঠন লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের ১০বছর পূর্তিতে অাগামীকাল রবিবার ৩ই সেপ্টেম্বর সকাল ৯:০০ টায় স্টুডেন্টস ইউনিয়নের সকল সদস্য ও স্থানীয় এমপি আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে লালমোহন সদরে আনন্দ র্যালী অনুস্ঠিত হবে। সোমবার ৪ই সেপ্টেম্বর লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে গরীব ও দুস্থ রুগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন, ব্লাড গ্রুপ নির্নয়, ডায়াবেটিস চেকঅাপ, ও হেপাটাইসিস রোগ নির্নয় করা হবে। হেলথ ক্যাম্পে
হার্ট,শিশু, ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগন উপস্থিত থাকবেন বলে সংগঠন সুত্রে জানা গেছে।
উক্ত হেলথ ক্যাম্পটি সকাল ৯ টায় শুভ উদ্ভোধন করবেন এমপি শাওন।
একইদিন বিকাল ৪ টায় বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে "লালমোহনের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে অামাদের করনীয়" শীর্ষক অালোচনা অনুস্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ নুরন্নবী চৌধুরী শাওন। উক্ত আলোচনা অনুস্ঠানে লালমোহন উপজেলার কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে।এছারা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রয়েছে "শিক্ষক সম্মাননা" এতে মরনোত্তর সম্মাননা পাচ্ছেন লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম ইউনুস স্যার। আরও পাচ্ছেন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন সেন্টু স্যার, আবদুস সামাদ স্যার, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষিকা রফিকুন নাহার হেনা ও আবদুর রব স্যার।
অনুস্ঠান শেষে রয়েছে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন ব্যান্ড দল 'ওয়ারিয়র'
অনুস্ঠানগুলোতে সভাপতিত্ব করবেন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি তাসনিয়া হোসেন রিমি সঞ্চালনায় থাকবেন সাধারন সম্পাদক আফরা মাহমুদ।