বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ২৬ লাখ ১৬ হাজার টাকাসহ দিপঙ্কর ঘোষ (৩৮) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :ভারত থেকে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ২৬ লাখ ১৬ হাজার টাকাসহ দিপঙ্কর ঘোষ (৩৮) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২ সেপ্টোম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর-কলকাতা মহাসড়কের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেনঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক যাত্রী ভারতের ২৪ পরগনা জেলার বারাসাতের দেবেন্দ্রনাথ ঘোষের ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে ফেরার পথে চেকপোস্টে ওই যাত্রীর চলা-ফেরা দেখে সন্দেহ হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৬ লাখ ১৬ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি বিডি সারাদিনকে জানান।
আটক ওই যাত্রীকে টাকাসহ পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।