উ. কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করল চীন
উত্তর কোরিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করেছে চীন— পিয়ং ইয়ং আবারো পরমাণু পরীক্ষা চালিয়েছে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই ভূকম্পন উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর ক্ষেত্র কিলজু কাউন্টিতে অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্প অধিদপ্তর একে সন্দেহজনক বিস্ফোরণ বলে অভিহিত করেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ধরনের হাইড্রোজেন বোমা পরিদর্শনের ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে এই ভূকম্পনের খবর এসেছে।
উত্তর কোরিয়ার দাবি, নতুন এ বোমাটি অনেক বেশি বিধ্বংসী এবং এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য বলেও দাবি করেছে দেশটি।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনো সময় ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং গত বছরের সেপ্টম্বরে সর্বশেষ পরমাণু পরীক্ষা চালায়।