৯০ % কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি, খোকনের
রাজধানীতে কোরবানির পশুর মোট ২২ হাজার টন বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার কোরবানির ঈদের পরদিন ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবার সহযোগিতায় রাজধানীর ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক অসুস্থ থাকায় দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কাজের বিস্তারিত তুলে ধরেন সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা দক্ষিণে কোরবানির পশুর হাটের এবং কোরবানি করা পশুর ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে— সিটির গাড়ির ৩ হাজার ট্রিপের মাধ্যমে তা সরানো হয়েছে। আর উত্তরের সিটির বর্জ্য জমেছিল ৮ হাজার ২৭০ টন যা সরাতে ১ হাজার ৬৮৬টি ট্রিপের প্রয়োজন হয়। আজও রাজধানীর যে সব স্থানে পশু কোরবানি হচ্ছে, সেসব স্থানের বর্জ্য দিনের মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। পশুর বর্জ্য সরিয়ে নিতে দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন বলে জানান তিনি। যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে এবার দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেয়া হয়। তবে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাই করা হয়েছে।