মহেশপুরে সাংবাদিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ঈদ পুণ মির্লনী অনুষ্ঠান
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মহেশপুরে সাংবাদিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ঈদ পুণমির্লনী অনুষ্ঠান উপলক্ষে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে।
০৪/০৯/২০১৭ ইং সোমবার সকাল ১০টায় মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার কার্যালয় থেকে সাংবাদিক কল্যান সংস্থা,প্রেস ক্লাব মহেশপুর,রিপোটার্স ইউনিটি ও রিপোটার্স ক্লাবের উদ্যোগে এক বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংস্থার কার্যালয়ে সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর রিপোটার্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমান,প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সেলিম,প্রেস ক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাংবাদিক আলহাজ্ব শরীফুল ইসলাম,নাসির উদ্দিন,আব্দুর রহিম প্রমুখ।
অপর দিকে রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ঈদ পুণমির্লনী অনুষ্ঠান উপলক্ষে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে সমিতির আহবায়ক প্রভাষক মাহাফুজুল হক খান বাবুর সভাপতিত্বে আলোচনা সভা স্মৃতি চারণ মুলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতিচারণ মুলক সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চেঞ্চেলর নুরুল হোসেন চৌধুরী,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক সোলাইমান হোসেন,একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আমেনা খাতুন,ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,মহেশপুর পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু প্রমুখ।