কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আহসান উল্লা’র দাফন
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রািতনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখা’র শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ আকন্দের (৮০) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল ১১:৩০ টায় উপজেলার রাওনাট ঈদগাহ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
মৃত. আহসান উল্লাহ ছেলে জানান, ৩ সেপ্টেম্বের রবিরার রাত ৮:১০ টায় বাবা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ৪ সেপ্টেম্বর সকাল ৯ টায় আহসান উল্লাহ বাড়ীতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান আকন্দ, গাজীপুর জেলা আ’লীগ সহ সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, আনিছুর রহমান আরিফ, আসাদুজ্জামান আসাদ, আইন উদ্দিন, জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, ইউপি চেয়ারম্যান এম এ গাফ্ফার, সাখাওয়াত হোসেন প্রধান জানাযা নামাজে বক্তব্য রাখেন।
জানাযার নামাজে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. ছানাউল্লাহ, ইউপি চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, বাংলাদেশ কৃষকলীগ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, আ’লীগ নেতা মোবারক হোসেন খান, আওয়ামীলীগ সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন, মনোয়ার হোসেন আকন্দ, মঈন আকবর মন্জু, গাজীপুর সাংবাদিক ইউণিয়ন কাপাসিয়া চীফ নুুরল আমীন সিকদার, ইউপি সদস্য এলেম হোসেন, ছাত্রলীগ নেতা আঃ কাইয়ুম, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।
জাতীয় শ্রমিকলীগ গাজীপুর জেলা শাখা ও কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শেষ বারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ কৃষক সমিতি কেন্ত্রীয় নেতা মানবেন্দ্র দেব এ সময় উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। আহসান উল্লাহ বাংলাদেশ রেলওয়য়ে বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ৩১ আগষ্ট রাত আনুমানিক ৩ টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভাকুয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন মৃত্যুবরণ করেন। জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অ্যড. আমানত হোসেন খান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা পরষদ সদস্য ওয়াজ উদ্দিন মোল্লা, বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আঃ হাই জানাযা নামাজে উপস্থিত ছিলেন। উপজেলার বেলাশী গ্রামে পারিবারিক কররস্থানে লাশ দাফন করা হয়।