রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেয়া উচিত: অর্থমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ— এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
ঈদের ছুটি শেষে সোমবার অফিস খুললেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে যারা অফিস করেছেন, শুভেচ্ছা বিনিময় আর গল্প-গুজবেই কাটে তাদের অনেকটা সময়। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অনেক কম।
ছুটি কাটিয়ে অফিস করেছেন অর্থমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী অক্টোবরের মধ্যে একাদশ সংসদ নির্বাচন হতে পারে। আর নির্বাচন নিয়ে বিএনপি হুমকিকে অর্থহীন।
সম্প্রতি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে অর্থমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার।
আগামী অক্টোবরের দিকে একাদশ সংসদ নির্বাচন হতে পারে—এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে পরিকল্পনা করেছে তাতে তাই মনে হচ্ছে।
এদিকে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, রোহিঙ্গারা যেভাবে এদেশে আসছে তা উদ্বেগজনক।
সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।