রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারে
রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রী রেনতো মারশুদিকে মিয়ানমারে পাঠিয়েছেন।
তিনি সেখানে অং সান সুচির সঙ্গে কথা বলবেন এবং রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানাবেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য তিনি কাল- মঙ্গলবার ঢাকা আসছেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার মিয়ানমার সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কাল মিয়ানমারে যাচ্ছেন মোদি।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর থেকে ঘরহারা হয়েছে এক লাখ ২০ হাজার মানুষ যাদের অধিকাংশই রোহিঙ্গা।
তারা রাখাইনের বিভিন্ন শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। এ পরিস্থিতিতে রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর আর্ন্তজাতিক চাপ ক্রমেই বাড়ছে।
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ রাখাইনে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন।
এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানাতে তার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে মিয়ানমারে পাঠিয়েছেন।
তিনি সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অংসান সুচিসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। পরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন।
তিনি বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে যাবেন।
রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার মিয়ানমার সফরের সময় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী ৫ সেপ্টেম্বর মিয়ানমার যাচ্ছেন মোদি। রাখাইন পরিস্থিতি মোকাবেলায় কীভাবে মিয়ানমারকে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন