৩০৫ রানে থামলো টাইগাররা
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকালটা শুরু হয়েছিল ভালভাবেই। নাসির হোসেন ও মুশফিক এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ইনিংস। তবে নাথানেই আবার বিপত্তি শুরু। শুরুটা করলেন মুসফিককে দিয়ে। পা বাড়িয়েছিলেন খেলতে যেয়ে বল ব্যাটের কোনায় লেগে আঘাত করলো স্টাম্পে। মুশফিক বিদায় নেন ৬৮ রানে।
এরপর নাসির মেহেদী হাসান মিরাজকে গড়ছিলেন জুটি। এর মধ্যে ২৯৩ রানে নাসিরকে ম্যাথু ওয়েডের তালুবন্দী করান অ্যাস্টন অ্যাগার। নাসির ৯৭ বলে ৪৫ করে ফেরেন। মাত্র ৫ রানের জন্য মিস করলেন হাফ সেঞ্চুরীটি। যেখানে ছিল ৫টি চার। তড়িত রান নিতে যেয়ে ওয়ার্নারের আঘাতে ভেঙ্গে যায় স্ট্যাম্প আউট হন মিরাজ। এরপর ছয় মেরে স্কোর ৩০০ ছাড়া করেন তাইজুল। কিন্তু তাইজুলকে এরপরেই স্লিপে তালুবন্দী করান নাথান লিওন। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০৫ রানে।