ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযান, গুলি-বোমা বিস্ফোরণ
ঢাকার মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। ভেতরে একজন দুর্ধর্ষ জঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২টার দিকে বর্ধনবাড়ি এলাকার ৬ তলা ভবনে একটি অভিযান চালান তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে কয়েক দফা গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে র্যাব পুরো ভবনসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বোম্ব ডিসপোসাল ইউনিট।
জঙ্গিরা ভবনটির ৫ তলায় অবস্থান করছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। র্যাব জানিয়েছে, টাঙ্গাইলের এলেঙ্গায় আটক দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুরে অভিযান চালানো হয়।