টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৭
রবিউল ইসলাম,টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দিনগত রাত দেড়টায় টঙ্গীর এরশাদনগর ৫নং বøক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীরা বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী জানায়, টঙ্গীর এরশাদনগর ৫নং বøকে সজিব ও রাজিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স¤প্রতি মাদক ব্যবসায়ী রাজিব অপর মাদক ব্যবসায়ী সজিবের সঙ্গে কথা কাটা কাটি হয়। এর এক পর্যায় দুই পক্ষের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘষের সময় রাব্বির দুই হাতের তিনটি আঙ্গল কেটে যায় এবং সজিবের ডান হাতের কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
এব্যপারে টঙ্গী থানার এসআই জহুরুর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাইনি। সেখানে রক্তের দাগ দেখা গেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, এব্যপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।