রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয়: তুরস্কের ফার্স্টলেডি
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগান।
তিনি জানান, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
মিয়ানমারে সেনা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে বৃহস্পতিবার দুপুরে আকাশপথে কক্সবাজার পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। দুপুর দেড়টার দিকে কুতুপালং পৌঁছে নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন তারা।
কাঁদামাটিতে প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ক্যাম্পগুলো ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলার পাশাপাশি, রোহিঙ্গাদের দেশত্যাগের কারণ দুর্ভোগ ও নির্যাতনের বর্ণনা শোনেন।
পরে সাংবাদিকদের তুর্কি ফার্স্টলেডি বলেন, মানবিক বিপর্যয় থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করছেন জানিয়ে তুর্কি ফার্স্টলেডি বলেন, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুও বলেন, রোহিঙ্গারা অত্যন্ত অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছে— তাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয়।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে ঢাকা ফিরে আসেন তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার ভোরে আলাদা বিমানে করে ঢাকা আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমিনে মেভলুত চাভুসগলু।