মেহেরপুরের গ্রাম্য ডাক্তারকে রড় দিয়ে পিটিয়ে জখম
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পরিবেশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এক গ্রাম্যডাক্তারকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহত ডাক্তার আমিনুল ইসলাম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত গ্রাম্য ডাক্তার আমিনুল মেহেরপুর শহরের কাশারিপাড়ার মৃত সাজেদুর রহমানের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আমিনুলের বড় ভাই আরিফুর রহমান জানান, কিছুনি পূর্বে আবুররাজাকের শ্যালো ইাঞ্জন চালিত গাড়ি আমাদের বাড়ির প্রাচীর ভেঙ্গে দেয়। এর ক্ষতিপুরনের দাবি করলে সে রাগনিত্ব হয়ে দেখে নেবার হুমকি দেন। রাস্তার পাশে আমার জায়গায় আমার কিছু বাঁশ রাখা আছে এ বাঁশ সরিয়ে নেবার জন্য তার খালা রশিদা বেগম আমাকে চাপ দিয়ে এসছিল । এ নিয়ে গতকাল আমার সাথে তার কথা কাটা কাটি হয়। আজ দুপুর ১২ টার দিকে রাজ্জাক ও তার সঙ্গে কয়েক জন লোক নিয়ে এসে আমার বাড়ির সামনে আমিনুলকে লোহার রড় দিয়ে এরেঅপতারি পিটাতে থাকে।। পরে আমরা ও পতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। মেহেরপুর থানাতে মামলাকরার প্রস্তুতি নিচ্ছে বরে তিনি জানান।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান আহত আমিনুলের শরিরে রডের আঘাতের চিহ্ন রয়েছে। আনেক রক্ত ক্ষরন হয়েছে। তবে তবে বর্তমানে তার অবস্থা আশংকা মুক্ত।
পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলে , এ রস্তা দিয়ে গাড়ি চলতে দবেনা বলাই আমি আমিনুলকে বকা বকি করেছি। তাকে মারেনি। রক্তার বিষয়েঢ তিনি বলেন ঐ গুলো ওদের সাজানো নাটক। এ বিষেয়ে আসে পাশের অন্যদের জিজ্ঞাসা করলে জানতে প্রাবেন।