রাণীনগরে ক’জন বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে “আদর্শ বন্ধু সংসদ” এর পক্ষ থেকে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বড়গাছা ইউপি’র চৌমহনী বাজারে আদর্শ কেজি স্কুলে উক্ত ক্যাম্পে প্রায় ২শত বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন আদর্শ বন্ধু সংসদের সভাপতি ডা: মো: রবিউল ইসলাম, ডা: মো: গোলাম রব্বানী, ডা: মো: ফিরোজ উদ্দিন, ডা: মো: মেহেদী হাসান।
ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন আদর্শ বন্ধু সংসদের সহ-সভাপতি প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক রনজিৎ সাহা, কোষাধ্যক্ষ মো: আব্দুল আওয়াল (হাকিম), আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ মো: সবুজ হোসেন, কামরুল হাসান, শরিফুল ইসলাম, আবেদ আলী, রুমিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল সুভানুধায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক বছর পূর্বে উপজেলার প্রত্যন্ত এলাকা বড়গাছা ইউনিয়নে ক’জন বন্ধু মিলে গঠন করে এই আদর্শ বন্ধু সংসদ। এই বন্ধু সংসদটি এলাকায় বিভিন্ন রকমের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবত। তবে সংগঠনটির নিজস্ব কোন তহবিল না থাকায় ইচ্ছে থাকলেও বড় ধরনের কোন সামাজিক কার্যক্রম চালাতে পারছে না এই সংঘ। নিজেদের ও এলাকার কিছু ব্যক্তিদের ব্যক্তিগত যোগান দেওয়া অর্থের মাধ্যমে বিভিন্ন রকমের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে বন্ধু সংসদটি।