রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ
মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
এ ব্যাপারে সরকারের কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না বলেও তীব্র সমালোচনা করেছেন তারা।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের জরুরি ত্রাণ নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএপি নেতারা।
এ সংকট সমাধানে সকল দলের সঙ্গে বৈঠকের দাবিও করেছেন জানিয়েছেন তারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি নেতারা।
রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন বন্ধে বর্তমান সরকারের কোন তৎপরতা নেই বলে তীব্র সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এ ব্যাপারে সরকারের কূটনৈতিক তৎপরতা একেবারেই দৃশ্যমান নয়।
জাতিসংঘের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গ হত্যা-নির্যাতন বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বিএনপির এ নেতা।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানেরও সমালোচনা করেন বিএনপি নেতারা।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর এরকম অমানবিক হত্যা চালানোর পরও কিভাবে সরকারের খাদ্যমন্ত্রী সেই দেশ থেকে চাল আমদানি করার চিন্তা করছে- এ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা।
এদিকে, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান।
বক্তরা বলেন, এই বর্বরোচিত হত্যা-হামলা বন্ধে বিশ্ববিবেককে জাগিয়ে তুলতে হবে।
জাতিসংঘের সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এ ব্যাপারে আরো জোরালো ভুমিকা পালনেরও আহ্বান জানান বক্তারা।
রোহিঙ্গা ইস্যুতে দেশের বুদ্ধিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।