রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক ‘ইস্যু’ না বানানোর আহ্বান নাসিমের
জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থে রোহিঙ্গা সমস্যাকে রাজনৈতিক ইস্যু না বানানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম।
শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ আহ্বান জানান তারা।
বিএনপির উদ্দেশ্যে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেন, বন্যার মতো একটি মানবিক বিষয়কে ‘ইস্যু’ বানানোর চেষ্টা করবেন না।
রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে
তিনি বলেন, বিএনপির উচিত একে মানবিক ইস্যু মনে করে সরকারকে সহয়তা করা।
আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা ইস্যুতে আরো সম্পৃক্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে— একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান ১৪ দল মুখপাত্র।
মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে নাসিম বলেন, আন্তর্জাতিকভাবে সব গণতান্ত্রিক শক্তিকে বড় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই ধরনের মানবতাবিরোধী কার্যক্রম বন্ধ করার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য।
তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাব, আরও কার্যকরভাবে জাতিসংঘ এবং অন্য শক্তিগুলো এগিয়ে আসবে এবং বাংলাদেশকে এই সমস্যা থেকে রক্ষা করার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে। মিয়ানমার অন্য দেশের ওপরে জনগোষ্ঠী চাপিয়ে দিচ্ছে, এ জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।
নোবেলজয়ী সু চির ভূমিকায় বিস্ময় প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘তিনি একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। যাঁকে মানুষ সমর্থন করে, শ্রদ্ধা করেছে। তিনি কেন আজ ভূমিকা রাখছেন না। আমরা চাই একটি শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধান করবেন, ভূমিকা রাখবেন।’ তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।