রোহিঙ্গা নির্যাতনে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের নিন্দা
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের ১'শ ৫৭ জন সদস্য। মিয়ানমারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানান তাঁরা। রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন বন্ধে যুক্তরাজ্যের পক্ষ থেকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়।
রাখাইন পরিস্থিতি মোকাবিলায় মিয়ানমার সরকার সংযত আচরণ করবেন বলেও চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা। এছাড়া রাখাইনে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন মেনে সে দেশের সেনাবাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।