গাংনীতে ভুয়া ফেসবুক আইডি থেকে ছবি ছাড়াকে কেন্দ্র করে মুদি ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাট
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে কারিগর পাড়ার এক মুদি ব্যবসায়ী কে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা ।
একই গ্রামের মুদি ব্যবসায়ী রুহুল আমিন ৫০ কে পিটিয়ে আহত করে তার দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা ও প্রায় লক্ষাধি টাকার মালা মাল লুটপাট ও ভাংচুর করে প্রতিপক্ষরা ।রুহুল আমিনকে গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। মুদি ব্যবসায়ী রুহুল আমিন জানান ফেসবুকে আমার ছেলে মমিনের (তালাক প্রাস্ত )স্ত্রীর ছবি ভুয়া আইডি খেকে কে বা কাহারা ফেসবুকে ছবি ছাড়ে এই ঘটনা কে কেদœ্র করে শনিবার রাত ৮টার দিকে প্রতিপক্ষরা হলেন খালেক (৫০) পিতা: নাজির,জান্নাত (৫৫)পিতা: শহরউদ্দীন এরা সবাই মিলে লাঠি দিয়ে আমাকে মারপিট করে এবং আমার দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা ও প্রায় লক্ষাধি টাকা মালা মাল লুটপাট ও ভাংচুর করে পালিয়ে যায়। আহত ব্যাক্তি রুহুল আমিন একই গ্রামের মতৃ বাছেদ আলীর ছেলে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন,জানান বিষয়টি শুনেছি ও ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।