রোহিঙ্গা ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সরকার: মির্জা ফখরুল
জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই রোহিঙ্গা ইস্যুতে সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত নিতে পারেনি সরকার— এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববারা সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটিশনে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে ব্যাপারে সরকারের কূটনৈতিক তৎপরতা তেমন দৃশ্যমান নয়।
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে করা চুক্তি বাস্তবায়নেরও পরামর্শ দিয়েছেন বিএনপির এ মহাসচিব। বৈধতা নেই বলেই রোহিঙ্গা সংকট সমাধানে যথাসময়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশ সফরের পরামর্শও দেন মির্জা ফখরুল বলেন, মিয়ানমারকে এই হত্যাযজ্ঞ বন্ধে বাধ্য করতে হবে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের কথাও বলেন তিনি।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ১৪ সালের ৫ জানুয়ারির মত আরেকটি প্রহসনের নির্বাচন এদেশে হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ মহাসচিব।