বেনাপোল বন্দরে আমদানিকৃত হাজার হাজার কোটি টাকার পন্য যে কোন সময় আগুনে ভস্মিভুত হয়ে যেতে পারে
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।দাউ দাউ করে আগুন জলে যে কোন সময় হাজার হাজার কোটি টাকার আমদানি পন্য সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ক্ষতি হয়ে যেতে পারে বাংলাদেশের। আগুন নিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভাররা নিত্য নতুন খেলা করলে উদাসীন বাংলাদেশ কাস্টমস বন্দর ও পুলিশ কর্তৃপক্ষ।সোমবার সকাল ১০ টার সময় ভারতীয় ট্রাক ড্রাইভার হেলপার মিলে রান্না ঘরের কাজ ট্রাকের নিচে বসে করায় তাদের ছবি তোলার সময় তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সাথে সাথে বেনাপোল পোর্ট থানাকে অবহিত করলে থানার ডিউটি অফিসার এসআই এহসান বলেন আমি এখনি ফোর্স পাঠাচ্ছি।
খোদ বেনাপোল স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সামনে ভারতীয় ট্র্রাক (ডাব্লিউ বি-৪১ -৪৪২৫) ড্রাইভাররা স্টোফ ও ছোট ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ঘর বানিয়ে রান্নার কাজ করলে ও বন্দর কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে। দির্ঘদিন ধরে বেনাপোল চেকপোষ্ট সহ বন্দর এলাকার আশে পাশে এ ধরনের রান্না বান্নার কাজ চললে ও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় না। আর ভারতীয় ট্রাক ড্রাইভার হেলপাররা এ ধরনের কাজ করায় ইতি পুর্বে কয়েকদফা ছোট খাট আগুন লাগার মত দুর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক রেজাউল ইসলাম বলেন আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। বিষয়টি আপনি আমাদের অবগতি করিয়েছেন ধন্যবাদ। আমি এখনি লোক পাঠাচ্ছি। এরপর ঘটনাস্থলে স্থল বন্দরের লোকের জন্য প্রায় ৩০ মিনিট অপেক্ষা করলে ও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায় এভাবে ট্রাকের নীচে রান্নার ঘর বানিয়ে রান্নার কাজ চললে গ্যাসের এবং স্টোপের আগুন ছড়িয়ে ট্রাকের ইঞ্জিন অথবা ডিজেলে আগুন লেগে ছড়িয়ে আমদানিকৃতপন্য সহ হাজার হাজার কোটি টাকার পন্য ভুস্মীভুত হয়ে যেতে পারে যে কোন সময়।