লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ না করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
১শত ৩২ বছরের ঐতিহ্যবাহী লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ না করার প্রতিবাদে মানবন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা।
(১২ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার মাওয়া লৌহজং সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অবরোধ ও মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. ফেরদৌস হেলালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম সিয়ামের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম অরুন মাঝি, সহকারী শিক্ষক আফরোজা আক্তার ঢলি, শেখ মো. মোফাজ্জল হোসেন, স্বপন কুমার রানা, মো. আবুল খায়ের মৃধা, মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা দাবি জানান, জেলার প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এখনো পর্যন্ত লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। বক্ত্যরা শ্রীঘ্রই লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের দাবি জানান। তা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিবেন।
এ উপলক্ষে বুধবার বিক্ষোভ কর্মসুচি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি দিবেন এবং ক্লাশ বর্জন রাখবেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।