মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে চুরি হওয়া গাড়ির সন্ধান মিলে হাসাইলে
রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধঃটংগিবাড়ী উপজেলা হাসাইল বানারী ইউনিয়নে আব্দুল হক শেখের (৬৮)ছেলে নশেদ শেখ(৪০) তিন দিন আগে দুটি চুরাই গাড়ি ৬০ হাজার টাকায় ক্রয় করে হাসাইলে ওয়ার্কসপে এনে রাখে। যার আসল মূল্য প্রায় ১লক্ষ্য ৭০ হাজার টাকা।অপর দিকে ট্রলির আসল মালিক আব্বাস আলীর(৭০) ছেলে খোকন দেওয়ান তার চুরি হওয়া ট্রলির খোজে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সন্ধান চলাচ্ছিল। যখন কোথাও খুজে পাচ্ছিলো না, তখন হাসাইলে আসে ট্রলি খোজার জন্য। অবশেষে তার চুরি হওয়া ট্রলির সন্ধান মিলে হাসাইলের ওয়ার্কসপে ।ট্রলির আসল মালিক যখন জানতে চাইলো ট্রলি কি ভাবে এখানে আসলো? হাসাইলের বাসিন্দা আব্দুল হকে ছেলে . নশেদ শেখ বলে আমি এটা ৬০ হাজার টাকা দিয়ে কিনে এনেছি। খোকন বলে আপনে এটা চুরি করে এনেছেন, যদি কিনে আনেন তা হলে যার কাছ থেকে এনেছেন তাকে এনে দেন।তখন নশেদ বলে আমি তাকে কোথায় পাব?খোকন জানায় আমার গাড়ি নশেদ চুরি করে এনেছে, নশেদ বলে কিনে এনেছি।এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানায় একটা সাধারন ডাইরী করাও হয়েছে। বর্তমানে গাড়ি স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হাওলাদার ও সাবেক চেয়ারম্যান নুরুজ্জামানের কাছে জামানত হিসেবে জিম্মি রয়েছে।তিন দিন পর বিচারের মাধ্যমে তা সমাধান দিবেন।