গাংনীতে শারদীয় দূর্গোৎসব করতে পারছেনা হিন্দু স¤প্রদায়
আল-আমীন: নিদৃষ্ট স্থান না থাকায় এবার মেহেরপুরের গাংনীতে শারদীয় দূর্গোৎসব করতে পারছেনা হিন্দু স¤প্রদায়ের মানুষ। প্রধান ধর্মীয় উৎসব করতে না পেরে হতাশ তারা। দ্রত সময়ের মধ্যে স্থান নির্ধারন করে ধর্মীয় উৎসব পালনে সহযোগীতা করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন হিন্দু সম্প্রদয়ের নেতারা। গাংনী উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ধীরেন দাস বলেন,দীর্ঘদিন যাবৎ গাংনীতে শারদীয় দূর্গোৎসব করে আসছিলাম। বর্তমানে কোন জাইগা না থাকায় ধর্মীয় উৎস থেকে বঞ্চিত হচ্ছি। তিনি আরো বলেন, গত কয়েক বছর পূর্বে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৩০/৩৫ টা পূজা হতো কিন্তু সরকারী অর্থ বরাদ্দ কম ও প্রয়োজনীয় সহযোগীতার অভাবে গাংনী উপজেলায় দিনদিন পূজার সংখ্যা কমছে। অবিলম্বে পূজার নিদৃষ্ট স্থান বরাদ্দ দিয়ে ধর্মীয় উৎসব পালনে সরকার ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন। কিশোর সুমন জানায়,বছর জুড়ে শারদীয় দূর্গোৎসবের আনন্দ করায় আশায় থাকি কিন্তু পূজা না হওয়ায় এবার সে উৎসব থেকে বঞ্চিত হচ্ছি। গাংনী উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সুশান্ত কুমার পাত্র জানান, সংখ্যালঘু সম্প্রদায়কে শারদীয় দূর্গোৎসব থেকে বঞ্চিত না করে যে কোন মূল্যে পূজার স্থান বরাদ্দ দিয়ে ধর্মীয় উৎসব পালনের সুযোগ দেয়া হোক। তিনি আরো বলেন এবছর গাংনী উপজেলায় মাত্র ১৫ টি পূজা মন্ডপ তৈরি করা হচ্ছে। মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ জানান,এত দ্রত সময়ের মধ্যে স্থান বরাদ্দ দেয়া খুবই কষ্ট কর । তারপরও পূজা উৎযাপন কমিটির সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে তাহলে সাময়িক ভাবে এবার পূজা উৎযাপন করার সহযোগীতা করা হবে।