মহেশপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক এনজিওর মানববন্ধন
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
মহেশপুরে হিউম্যান রাইট ডিফেন্ডার্স ফোরামের উদ্যোগে মধ্যপ্রাচ্য দেশগুলোতে নারী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের প্রতিবাদে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন করা হয়। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্কুল-কলেজের কোন ছাত্র-ছাত্রীকে কোন ভাবেই মানববন্ধন সভা সমাবেশ ও র্যালী করা যাবে না। কিন্তু সেখানে ঐ এনজিওর কর্মকর্তা ও স্কুলের দু’এক জন শিক্ষকের সহযোগীতায় শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন করা হয়। অথচ ঐ এনজিওর কোন কর্মীকে মানববন্ধনে দেখা যায়নি।
১১.০৯.২০১৭ ইং সোমবার সকাল সাড়ে ১০টায় স্কুল চলাকালীন সময় মহেশপুর আরডিসির পরিচালক আব্দুর রহমান থানার গেটের মুখে মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এসে মানববন্ধন করেছেন।
মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে ঢাকায় এসেছি তবে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানবন্ধনের কোন বিষয় আমার জানা নেই। তিনি আরও জানান খোঁজ খবর নিয়ে দেখছি মাবনবন্ধনে আমার বিদ্যালয়ের কোন কোন ছাত্র-ছাত্রী গিয়েছে।