পর্যায়ক্রমে সব পাঠ্যবই সহজ-সুখপাঠ্য হবে: শিক্ষামন্ত্রী
মাধ্যমিক পর্যায়ে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে আরও আধুনিক ও সুখপাঠ্য করে পরিমার্জন করা হয়েছে—এতে করে বিজ্ঞান শিক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সকালে সচিবালয়ে পরিমার্জিত এমন ছয়টি বই শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মো. কায়কোবাদ নেতৃত্বাধীন কমিটি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব কটি পাঠ্যবই উন্নত করা হবে।
আর পাঠ্যবই থেকে সকল ধরনের মৌলবাদী চিন্তা চেতনা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
মাধ্যমিক পর্যায়ে বারোটি পাঠ্যবই পরিমার্জন করে সহজ সাবলীল করতে দায়িত্ব দেয়া হয় শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ নেতৃত্বাধীন কমিটিকে। কমিটি এ পর্যন্ত বিজ্ঞানভিত্তিক ছয়টি বই পরিমার্জন করে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।
কমিটির প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, স সম্পূর্ণ আধুনিক ও সহজ করে পরিমার্জন করা হয়েছে বইগুলো—যা পাঠদানে সহজ এবং জ্ঞানভিত্তিক।
দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মৌলবাদ ঢুকে পড়ায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, এ অবস্থা থেকে নতুন প্রজন্মকে বের করে নিয়ে আসতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন এই শিক্ষাবিদ।
এর আগে শিক্ষামন্ত্রীর হাতে পরিমার্জিত ছয়টি বিজ্ঞান বইয়ের অনুলিপি ও ছাপার জন্য সিডি তুলে দেয়া হয়। পরিমার্জিত বইগুলোর মধ্যে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিত।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে সব পাঠ্যবই সহজ ও সুখপাঠ্য করা হবে।
শিক্ষার মান বাড়াতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।