বেনাপোল বন্দরে চাউল আমদানী অব্যাহত রয়েছে
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।ভারত সরকার ১৫সেপ্টম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে মোটা চাউল রফতানি বন্ধ করে দেবে এধরনের একটি ভূয়া চিঠি মোবাইলের মাধ্যমে বেনাপোল ও পেট্টাপোল আমদানি কারকদের কাছে পৌছানোর খবরে নানা মূখি জল্পনার সৃষ্টি হয়।
এ খবরে বুধবার হঠাৎ করেই বেনাপোল ও নাভারনে চাউলের বাজারে প্রভাব পড়ে। মোটা ও চিকন চাউল প্রতি কেজিতে বেড়ে যায় ৩ থেকে ৪ টাকা,তবে ভারতের বানিজ্য মন্ত্রনালয়ের চিঠির সত্যতা পায়নি বেনাপোল ও পেট্টাপোল বন্দরের প্রশাসন সহ আমদানি রফতানিকারকরা।
ব্যবসায়ীরা বলেন দেশে বন্যার কারনে চাউলের দাম হু হু করে বাড়ছে এমন অবস্থায় চাউল আমদানি বন্ধ থাকলে দেশে চাউলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে ব্যাবসায়ি ও জনতা- তবে গত তিন দিনে ৬ হাজার মে:টন চাউল এসেছে বন্দরে এমনটাই জানান বন্দর সংশ্লিষ্টরা-
গত এক সপ্তাহের ব্যবধানে গতকাল থেকে হঠাৎ করে প্রতি কেজি চাউলের দাম বেড়েছে ৫থেকে ৭টাকা। বিপাকে ক্রেতারা
চাউলের উপর শুল্ক ১০% থেকে কমিয়ে সরকার ২% করায় বেনাপোল দিয়ে ১লা আগষ্ট থেকে ৯ সেপ্টম্বর পর্যন্ত ৫৯ হাজার ৯শ ৯ মে:টন চাউল ভারত থেকে আমদানি হয়েছে।
প্রতিদিন আসছে চাউল। তবে চাউল রফতানি বন্ধে ভারতের কোন চিঠি পাননি বলে জানান।