গাংনীতে ভুঁয়া ডিগ্রী পরিক্ষার্থীকে ১ মাসের কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধি : গাংনীতে তুহিন হোসেন (২৪) নামের এক ভুঁয়া ডিগ্রী পরিক্ষার্থীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ- উজ- জামান এ কারাদন্ড প্রদান করেন। তুহিন হোসেন গাংনী উপজেলার ষোলটাকা ইউপির সহড়াবাড়িয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। তুহিন হোসেন জানান,গাংনী ৮ নং ওয়ার্ডের বাগান পাড়ার গোলাম হোসেনের ছেলে ছেলে মিলন হোসেন ভারতে থাকায় তার পরিবর্তে তিনি পরিক্ষায় অংশ নেন। এসময় ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ-উজ-জামান জানান, গাংনী মহিলা কলেজ কেন্দ্রে জনৈক মিলন হোসেনের পরিবর্তে তুহিন হোসেন ডিগ্রী শেষ বর্ষের ভুগোল ও পরিবেশ(২য় পত্র) বিষয়ে ইমপ্রæফ পরিক্ষা দেওয়ার সময় তাকে আটক করে এ কারাদন্ড প্রদান করা হয়। মিলন হোসেনের রোল নং ৫২০৭২৬৫, রেজিঃ নং-২৯৭২০২০, শিক্ষাবর্ষ-২০১২-১৩। ভুঁয়া পরিক্ষার্থীর বিষয়ে কিছুই জানেননা বলে জানান মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী। মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও রফিকুল ইসলাম জানান,মিলন হোসেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের ছাত্র এবং তুহিন হোসেন সম্প্রতি গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।