মুন্সীগঞ্জে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে পানহাট্টা গ্রামবাসীর মানবন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধ এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানবন্ধন করেছে মুন্সীগঞ্জের পানহাট্টা গ্রামবাসী।
পানহাট্টা অগ্রদূত তরুন সংঘের সৌজন্যে (১৫ সেপ্টেম্বর) শুক্রবার আছর নামাজের পর পানহাট্টা বাজার থেকে একটি র্যালী বের হয়ে রামপাল ইউনিয়নের আমতলা দিয়ে হাতিমারা বাজারে এসে র্যালীটি শেষ হয়। পরে মিয়ানমারের অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া করা হয়।
অগ্রদূত তরুন সংঘের সভাপতি শাহাজাহান সাজুর সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন
অগ্রদূত তরুন সংঘ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, সধারণ সম্পাদক আবিদ আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সফিকুল ইসলাম মামুন, রামপাল ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি করিম, ১নং ওর্য়াড মেম্বার আব্দুল রোফ, পানহাট্টা নতুন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দেওয়ান, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন সিমান্ত, মসজিদের ইমান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ছাত্রসহ স্থানীয় আমওয়ামী লীগ-বিএনপির সকল নেতাবৃন্দ উস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, আর একটি মুসলমানদের যদি হত্যা করা হয়! তাহলে এই বাংলাদেশের ১৬ কোটি মানুষ মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এখানে অমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাত ইসলাম দল বল নির্ভিশেষে এক নবীর উম্মোত হিসেবে মিয়ানমারে এই গণহত্যার নিন্দা প্রকাশ করছি। যার যার স্থান থেকে সকলকে মিয়ানমারের অসহায় মুসলিম শরণার্থীদের সাহায্যের জন্য এগিয়ে আসুন।